নোয়াখালী প্রতিনিধি ঃ
বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে জনগণের চলাচলের দুর্ভোগ অবস্থা সৃষ্টি হয়েছে,এবং চলাচল অনুপযোগী হয়ে গেছে বৃদ্ধ থেকে শিশুরা পর্যন্ত যাতায়াতে খুব কষ্ট করতেছে, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিতেও খুব কষ্ট সাধন করতে হয় এমন অবস্থা সাংবাদিক অরুপের আহ্বানে সাড়া দিয়ে ইট উপহার দিলেন হাজি আবু তাহের কোম্পানী
বিজবাগ ইউনিয়ন, (তারিখ): বর্ষার টানা বৃষ্টিতে গ্রামের রাস্তা কাদায় পরিণত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরা। এমন দুরাবস্থার চিত্র সামনে এনে মানবিক ভূমিকা রাখলেন স্থানীয় সাংবাদিক অরুপ। তার উদ্যোগে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলেন ৮ নম্বর বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আবু তাহের কোম্পানী।
রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে ওঠায় দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিষয়টি নজরে এনে সাংবাদিক অরুপ স্থানীয় প্রশাসন ও সমাজের দায়িত্ববানদের দৃষ্টি আকর্ষণ করেন। তার আহ্বানে সাড়া দিয়ে হাজি আবু তাহের কোম্পানী নিজ খরচে রাস্তার জন্য প্রয়োজনীয় ইট সরবরাহ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় এ রকম কাদাপথ দিয়ে চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। হাজি আবু তাহের কোম্পানীর এই সহায়তা তাদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি অনুপ্রেরণাদায়কও।
এ বিষয়ে সাংবাদিক অরুপ বলেন, “আমাদের সমাজে যারা দায়িত্বশীল, তাদের উচিত মানবিক বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া। তাহের কোম্পানীর মতো মানুষেরা এগিয়ে এলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব।”
স্থানীয় জনগণ হাজি আবু তাহের কোম্পানীর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।