1. info@bartakotha.com : বার্তা কথা বার্তা কথা : বার্তা কথা বার্তা কথা
  2. info@www.bartakotha.com : বার্তা কথা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ   সারা দেশে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, এই বার পাসের হার ৬৮.৪৫ শুরু: ঘরোয়া রান্না, নারীর ক্ষমতায়ন আর গ্রামীণ সংস্কৃতির অনন্য সম্মিলন মুষলধারে বৃষ্টিতে ফের ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জনজীবন। কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান পথচারীদের দুর্ভোগ অবস্থা দেখে অরুপের আহব্বানের সাড়া দিলেন আবু তাহের। উত্তরায় মৌসুমি ফল উৎসব: সাংবাদিকদের মিলনমেলায় রঙ ছড়ালো আম-কাঁঠালের স্বাদ আ.লীগ নেতার ঘরে ঢুকে তার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট হাতিয়াতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক-৪, ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে বিক্ষোভ।

চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ  

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ভূমিহীন ও কৃষকের থেকে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন ও কৃষকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে হাতিয়া উপজেলা পরিষদের প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে ভূমিহীনদের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে ভূমিহীনরা হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের কাছে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার চরআতাউরের বাসিন্দারা ভূমিহীন পরিবারের সদস্য। বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রথম থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্ততি নিয়ে থাকে। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করে। হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতি প্রাপ্ত) নিজাম চৌধুরী,শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্ন ভাবে চাপ দেয়। তাদেরকে চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেয়।

এসময় তারা অভিযোগ করেন, চর নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা চরে গিয়ে একটি মানববন্ধন করেন। এতে চরের কোন ভূমিহীনকে তারা রাখেনি। তমরদ্দি ঘাট থেকে শ্রমিক নিয়ে তারা এ মানববন্ধন করেন। চরের জমি দখলে নেওয়ার জন্য এটা তাদের একটা ষড়যন্ত্র। ইতিমধ্যে হাতিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চর দখলের চেষ্টায় বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত তিনজনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মাববন্ধনে বক্তব্য রাখেন,তমরদ্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো.রুবেল, ভূমিহীন নেতা মো.খোকন, আক্তার হোসেন. মো.রহিম প্রমূখ।

যোগাযোগ করা হলে অভিযোগ নাকচ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম চৌধুরী ও মেজবাহ উদ্দিন শামীম বলেন, আমরা কোন চর দখলের সাথে সম্পৃক্ত নেই। একটি চক্র আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করিয়েছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের বলেন, চর আতাউরে যাদের কোন কাগজ নেই, বন্দোবস্তোর জায়গা নেই তারা ওই জায়গাটা দখল করার পায়তারা করছে। ভূমিহীন যারা আসছে তাদেরও বৈধতা নেই,যারা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে,তাদেরও কোন বৈধতা নেই। আমরা ইতিমধ্যে সব পক্ষকে মাইকিং ও গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যারা অবৈধ দখল করবে তারা সমস্যা গ্রস্থ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট