সাইফুল ইসলাম তুহিন
বিশেষ প্রতিনিধি
এক আনন্দঘন পরিবেশে টঙ্গী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির আয়োজিত বর্ণাঢ্য ফল উৎসব। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনটি পরিণত হয় সাংবাদিকদের এক মিলনমেলায়।
মৌসুমী ফল—আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, জাম্বুরা, কলা, ড্রাগন ফল ও আমড়াসহ দেশীয় নানা রকম ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এতে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও মজবুত হয়।
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ উৎসবটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল।
টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন—
আজিজুল হক, সহ-সভাপতি, টঙ্গী প্রেস ক্লাব
এম. কাজল খান, সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি
আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি
হারিছুর রহমান শিপলু, সহ-সভাপতি
মাসুম রানা, সাধারণ সম্পাদক
মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর প্রেস ক্লাব
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন:
মীর মোঃ আব্দুল হালিম, সুজন আহমেদ, নয়ন মুনির, আশরাফুল ইসলাম সুজন, মানিক হোসেন বিজয়, আতিকুল ইসলাম স্বাধীন, পারভীন আক্তার, হাজ্বী নাজির খান, মাহমুদ হাসান ও ফয়জুর রহমান।
এছাড়া সাংবাদিক জাহিদ, এস.এম সেলিম হোসেন, জনি, শামিমা খানম, সুলতানা সরকার, নাহিদা সুলতানা হৃদয় এবং দৈনিক প্রথম বুলেটিন-এর সম্পাদক মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে, দৈনিক সংবাদ সমাচার, বাংলার বিপ্লব, আজকের আলোকিত সকাল, প্রথম বুলেটিন, স্বাধীন কণ্ঠ, আমার প্রাণের বাংলাদেশ, জগৎ কণ্ঠ, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, ওয়াল্ড বাংলা টিভি, এনবিবি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, টি এ ফ্যাশন, মডার্ন ফার্মেসি, ভোরের বাণী, গাজীপুর নিউজ ২৪, এশিয়া বার্তা, টপ টেন নিউজ, চলমান বিশ্ব, ক্রাইম পেট্রল বিডি, রোজ খবর, হক কথা, মাতৃ বাংলা টিভি, জনতার ক্রাইম এবং তালাশ বিডি। এ উৎসব সাংবাদিক সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।