1. info@bartakotha.com : বার্তা কথা বার্তা কথা : বার্তা কথা বার্তা কথা
  2. info@www.bartakotha.com : বার্তা কথা :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিংসা, লোভ ও স্বার্থপরতা: সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে অগ্নিদগ্ধ শিশুদের বাঁচাতে ডা. সামন্ত লাল সেন এখনই দরকার, রাজনীতি নয় মানবিকতা হোক অগ্রাধিকার জুলাই গণঅভ্যুত্থান: বিপ্লব, বিভ্রান্তি ও পথচলার আলোচনায় উন্মোচিত হয় জাতির নতুন ভাবনা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের  বিক্ষোভ   তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিন কারাগারে নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ২ লাখ মানুষ পানিবন্দি, দুভোর্গ ফুরাচ্ছে না…. নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, অন্যদিকে কয়েক গ্রামে বেড়েছে

হিংসা, লোভ ও স্বার্থপরতা: সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তুহিন
হাতিয়া, নোয়াখালী

কখনো ভেবেছেন, আমাদের প্রিয় সমাজটা কোথায় যাচ্ছে?
যেখানে একসময় ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা—সেখানে আজ ঘুরে বেড়ায় হিংসা, লোভ আর স্বার্থপরতার মতো অমানবিক ছায়া। আমরা যেন ধীরে ধীরে নিজেদেরই শেষ করে দিচ্ছি—ভিতর থেকে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে।

একজন মানুষ যখন কারো সাফল্যে ঈর্ষান্বিত হয়, তার ভালো কাজকে মেনে নিতে পারে না, তখন সে শুধু অন্যকে আঘাত করে না—সে নিজের হৃদয়েও আগুন জ্বালিয়ে ফেলে।
ইসলাম আমাদের সতর্ক করেছে বারবার। রাসুলুল্লাহ (সা.) বলেন—

“তোমরা হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়।”

 

এই হাদিসটি শুধু ধর্মীয় উপদেশ নয়, এটা মানবজীবনের একটি কঠিন বাস্তবতা। হিংসা একটি মানসিক বিষ—যা একবার ঢুকে গেলে, তা কেবল সম্পর্ক নয়, পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে।

আজ সমাজের প্রতিটি কোণে হিংসার ছায়া। কেউ ভালো কিছু করতে গেলেই তার পেছনে দণ্ডায়মান হয় একদল লোক, যারা হাসিমুখে ছুরি চালায় পেছন থেকে। তারা মিথ্যা বলে, অপবাদ দেয়, ষড়যন্ত্র করে—শুধু ভালোকে থামাতে। এ এক ভয়ানক দৃশ্য! এ এক আত্মধ্বংস!

লোভ কখনো শেষ হয় না। আপনি যদি আজ এক টুকরো চান, কাল দশ টুকরো চাইবেন। এই লোভই আমাদের বিবেককে গিলে খাচ্ছে।
আজ লোভের কারণে বন্ধুরা শত্রু হচ্ছে, আত্মীয়রা পর হয়ে যাচ্ছে, সহকর্মীরা হয়ে উঠছে প্রতিযোগী নয়—শত্রু। সমাজে এখন আর “আমরা” শব্দটি নেই, আছে কেবল “আমি”।

যিনি অন্যের অধিকার কেড়ে নিজের পেট ভরেন, তিনি ভুলে যান—এভাবে ভরে না হৃদয়, ভরে শুধু অহংকার আর শূন্যতা।

স্বার্থপরতা যেন এখন গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। “আমি নিজে ভালো থাকলেই হলো”—এই মানসিকতা ছড়িয়ে পড়ছে আগুনের মতো।

পেশাগত ক্ষেত্রেও এর করাল ছায়া পড়েছে। সাংবাদিক সমাজ—যেখানে থাকা উচিত ছিল সত্য, ন্যায় ও সংবেদনশীলতা—সেখানেও আজ ভ্রাতৃত্বের জায়গা নিয়েছে প্রতিহিংসা ও স্বার্থের হিসাব-নিকাশ।

আমরা একে অপরকে টেনে নামাচ্ছি, পেছনে কথা বলছি, পাঁয়তারা করছি—শুধু নিজের জায়গা পোক্ত করার জন্য। কিন্তু ভুলে যাচ্ছি, এই পথ আমাদের সকলকেই একদিন নিঃশেষ করে দেবে।

সমাজ বদলাবে না যতক্ষণ না আমরা বদলাই। পরিবর্তন শুরু হোক আমার থেকে, আপনার থেকে।

হিংসার বদলে প্রশংসা করুন, লোভের বদলে ত্যাগ শিখুন, আর স্বার্থপরতার বদলে অন্যের পাশে দাঁড়ান। যখন একজন মানুষ নিজেকে বদলায়, তখন তার আশপাশেও আশার আলো ছড়িয়ে পড়ে।

আমরা যদি চাই আমাদের সংগঠনগুলো সুন্দর হোক, সমাজ হোক নিরাপদ, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই যদি ভালো কিছু—তাহলে এখনই সময়।

বদল আনুন নিজের ভেতর, সমাজ বদলে যাবে নিজের মতো ভালো মানুষদের হারিয়ে যেতে দেবেন না। যারা সত্যের পথে হাঁটেন, তাদের সাহস দিন। অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হবেন না—তাদের পাশে দাঁড়ান, কারণ একজনের সাফল্য সমাজের সাফল্য।

চলুন, আমরা হিংসা, লোভ ও স্বার্থপরতাকে বিদায় জানাই। নিজের ভেতর আলো জ্বালাই।
একটি সুন্দর, মানবিক সমাজ গড়ার অঙ্গীকার করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট