সাইফুল ইসলাম তুহিন
বিশেষ প্রতিনিধি
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের উদ্যোগে জলবায়ু অলিম্পিয়াড–২০২৫ এর আয়োজন
শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান
গাজীপুরসহ সারা দেশকে সবুজায়নের স্বপ্ন
গাজীপুর, ০৯ আগস্ট ২০২৫ (শনিবার) — পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জলবায়ু অলিম্পিয়াড–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, সকল সাফল্যের মূল চালিকাশক্তি তরুণ সমাজ। নানা বাধা-বিপত্তি পেরিয়ে তারুণ্যই গড়ে তোলে সফলতার ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব দেশ গড়তে কাজ করছে এবং মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধান অতিথি গাছা থানা বিএনপির সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাই বলেন—
"আমার দল ও আমি দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছি। অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি সবুজায়ন নগর গড়ে তুলতে আমরা সর্বদা পাশে থাকবো।”
প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার উল্ল্যাহ বলেন—
"গাজীপুরসহ সারা দেশকে সবুজায়নের মাধ্যমে পরিবর্তন করাই আমাদের স্বপ্ন। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই জলবায়ু অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।”
এই আয়োজনের বিশেষ সহযোগী গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জনাব আব্দুল হালিম মিয়া বলেন—
"শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। তারা যদি সচেতনভাবে বৃক্ষরোপণে অংশ নেয়, তবে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জব্বার সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল, এবং অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান ও আব্দুস সাত্তার।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল রাজন রাজু, তুষার মন্ডল, মোসাদ্দিক হাসান ও নাঈম রাতুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
"গাজীপুরে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জলবায়ু অলিম্পিয়াড–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও সম্মাননা প্রাপ্তরা।"